Header Ads

বিএনপির মরা গাঙে এখন আর জোয়ার আসে না : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদকঃ
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মতো দলের আর কিছু বলার নেই। তারা নিজেরাই নিজেদের আত্মঘাতী সিদ্ধান্তে বেপোরোয়া হয়ে গেছে। তাদের ঘরে সুখ নেই। তাদের মরা গাঙে এখন আর জোয়ার আসে না। নাসিক নির্বাচন নিয়ে আর কিছু বলবেন না, যত বেশি বলবেন তত বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। এ নির্বাচনে সফল নেতৃত্বে যোগ্য প্রার্থী দিয়ে আমরা সোনালি ফসল ঘরে তুলেছি।

আজ সোমবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জঙ্গি তৎপরতা দূর করতে শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উপড়ে ফেলার শপথ গ্রহণ করতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অর্জনের সোনালি ফসলে ভরে গেছে সোনার বাংলাদেশ। তবে বিপদ যেকোনো সময় আসতে পারে। যেমন, এসেছিলো হলি আর্টিজেন ও শোলাকিয়ার হামলায়, সর্বশেষ আশকোনায় যেখানে যুক্ত হয়েছে নতুন ডায়মেনশন আত্মঘাতী নারী। যা নতুন সমস্যা। নারীদের সাথে অবুঝকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। জঙ্গি হামলার এ নতুন বিষবৃক্ষকে উপড়ে ফেলতে হবে।

ছাত্রলীগকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের আরো বলেন, যারা বেশি দুর্নীতি করে তারাই বেশি কথা বলে, যারা বেশি অনিয়ম করে তারাই বেশি কথা বলে। আমাদের নেত্রী এ রকম ছাত্রলীগ দেখতে চান না। তাই তোমরা আজকে শপথ করো কোনো খারাপ খবরের শিরোনাম তোমরা হবে না, ইতিবাচক খবরের শিরোনাম হবে। ইতিহাস ঐতিহ্যের ধারা অনুসারে ছাত্রলীগকে চলতে হবে।

সেতুমন্ত্রী বলেন, জীবনে ব্রেকলেস, ব্যর্থ হওয়া যাবে না। হতাশাকে স্থান দিয়ে জীবনে রাজনীতি করা চলবে না। জীবনে বাধা আসবে তা নিয়ে এগিয়ে যেতে হবে।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন শহীদ সন্তান ও নাট্য ব্যক্তিত্ব শমী কায়সার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।

No comments

bd24news®. Powered by Blogger.