Header Ads

ডিমলায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

নীলফামারীর ডিমলায় শেফালী আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রির মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। এলাকার অনেকেই এ মৃত্যুকে রহস্যজনক মনে করলেও পরিবারের কেও সঠিক কারণ বলতে পারছে না। তবে এলাকার একটি সূত্র বলছে, প্রেম-ভালোবাসা ঘটনায় ছাত্রিটি আত্মহত্যা করতে পারে। মৃত স্কুল ছাত্রি উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিন সুন্দরখাতা (মুকুলের ডাঙ্গা) গ্রামের ইট ভাটা শ্রমিক ফজলুল হক ওরফে ফজলু মেকারের কন্যা ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের নবম  শ্রেণির ছাত্রি।
আজ (বৃহস্পতিবার) বিকেলে তার বাড়ীর থাকার ঘরের তীরে ওড়নার সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
এলাকাবাসী জানায়, তিন ভাইবোনের মধ্যে শেফালী আক্তার সবার ছোট। বড় দুই ভাই বিয়ে করে অন্যত্র বাড়ী করে সংসার করছে। বাবা ফজলুল হক ইট ভাটার শ্রমিক হিসেবে কাজ  করার জন্য প্রায় এক মাস থেকে বগুড়া অঞ্চলে যায়। বাড়ীতে মায়ের সাথেই থাকতো শেফালী আক্তার। সংসারের প্রয়োজনে মা ডিমলা বাজারে যায়। এমতাবস্থায় বিকেল অনুমান সাড়ে চারটার দিকে ওই স্কুল ছাত্রির নানী  খাতুন বেওয়া ঘরে ঢুকে দেখে শেফালী আক্তার ঘরের তীরে ওড়নার সাথে ঝুলছে। এ দৃশ্য দেখে তিনি চিৎকার করলে প্রতিবেশী লোকজন ছুটে আসেন।  প্রতিবেশীদের অনেকেই বলছে এটি একটি রহস্য জনক মৃতু।
বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ছাত্রিটির মৃত্যু রহস্যজনক মনে হওয়া বিষয়টি ডিমলা থানা পুলিশকে জানাই।

No comments

bd24news®. Powered by Blogger.