Header Ads

শিক্ষা অফিসারকে মাঠ উদ্ধারের নির্দেশ দিয়েছে সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার

 নীলফামারী (ডিমলা) প্রতিনিধিঃ দোহল পাড়া আদর্শ স্কুল এন্ড কলেজের মাঠ উদ্ধার করার জন্য শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছেন মাননীয় সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। ১১ ডিসেম্বর ২০১৬ ইং তারিখে লিখিত আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। লিখিত আবেদনটি করে এলাকাবাসী এবং ছাত্র/ছাত্রীদের পক্ষ থেকে আরাফাত(২৬), রিপন(২২), জুলফিকার(২১), মইনুল(২২), মাসুদ(২১) ও বাবু(২৩)।
 গত মাসে দোহল পাড়া আদর্শ স্কুল এন্ড কলেজের মাঠে ছাত্র/ছাত্রীদের খেলাধুলা বন্ধ করার জন্য স্কুলের খেলার মাঠে দুই শতাধিক বৃক্ষ রোপন করে। আর এই কাজটি করে স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন (লেবু) এবং ম্যানেজিং কমিটির সদস্যরা।

ছাত্র/ছাত্রীরা এর প্রতিবাদ করলে প্রধান শিক্ষক তাদের মামলা করার হুমকি দেয়।  এবং চেয়ারম্যানেরর কাছে এ বিষয়ে জানানো হলে তিনি কোন ব্যবস্থা গ্রহন করে নি।

এ বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান," যারা এখানে খেলাধুলা করে তারা বেয়াদব ও বখাটে।"

স্থানীয় মেম্বর মকবুল হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান," মাঠে শিক্ষকরা যা ইচ্ছা তাই করবে এখানে কোন ছাত্র/ছাত্রীদের কথা শুনা হবে না"

এর পর ছাত্র/ছাত্রীরা উপজেলা শিক্ষা অফিস, উপজেলা নির্বাহী অফিসার এবং এমপি মহাদ্বয়ের নিকট লিখিতভাবে আবেদন করে।

এই ঘটনার ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

No comments

bd24news®. Powered by Blogger.