আশকোনা ‘জঙ্গি আস্তানায়‘ ফের অভিযান শুরু
দ্বিতীয় দিনের মতো আজ রোববার রাজধানীর দক্ষিণখানের আশকোনা ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শুরু করেছে পুলিশ।
বিস্ফোরক নিষ্ক্রিয় করতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোসাল টিম, সিআইডি’র ক্রাইম সিন টিম জঙ্গি আস্তানা সূর্যভিলায় আজ সকাল ১১টার দিকে প্রবেশ করে।
বোম্ব ডিসপোসাল টিমের প্রধান ছানোয়ার হোসেন এই তথ্য বাসসকে নিশ্চিত করেছেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে পুলিশের সিটিটিসি ইউনিট দক্ষিণখান থানার পূর্ব আশকোনার ৫০ নম্বর বাড়িতে (সূর্যভিলা) অভিযান চালায়। এ সময় গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে এক নারী জঙ্গিসহ নিহত হয় দু’জন এবং এক শিশু আহত হয়।
এর আগে সকালে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে দুই নারী ও দুই শিশু সন্তান। সূত্র : বাসস
বিস্ফোরক নিষ্ক্রিয় করতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোসাল টিম, সিআইডি’র ক্রাইম সিন টিম জঙ্গি আস্তানা সূর্যভিলায় আজ সকাল ১১টার দিকে প্রবেশ করে।
বোম্ব ডিসপোসাল টিমের প্রধান ছানোয়ার হোসেন এই তথ্য বাসসকে নিশ্চিত করেছেন।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাতে পুলিশের সিটিটিসি ইউনিট দক্ষিণখান থানার পূর্ব আশকোনার ৫০ নম্বর বাড়িতে (সূর্যভিলা) অভিযান চালায়। এ সময় গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে এক নারী জঙ্গিসহ নিহত হয় দু’জন এবং এক শিশু আহত হয়।
এর আগে সকালে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে দুই নারী ও দুই শিশু সন্তান। সূত্র : বাসস
No comments