Header Ads

প্রস্তুতি ম্যাচে হেরে গেলো বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে একমত্র প্রস্তুতি ম্যাচে হেরে গেলো বাংলাদেশ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের হারটি ৩ উইকেটের। দীর্ঘদিন ইনজুরির পর মাঠে ফিরলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তিনি নেন দুই উইকেট। এছাড়া ইংর‌্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আলো ছড়ানো মেহেদি হাসান মিরাজও এদিন খেলেন। টস জিতে আগে ব্যাটে গিয়ে বৃষ্টির কারণে ওভার করে যাওয়ায় বাংলাদেশ ৪৩ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৪৫ রান। জবাবে নিউজিল্যান্ড একাদশে ৮ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। কিউইদের হয়ে বেন স্মিথ ৪৫ ও বেন হর্ন ৬০* রান করেন। বাংলাদেশের হয়ে মোস্তাফিজ ৩৯ রানে ২, সাকিব আল হাসান ৪১ রানে ৩ ও মাহমুদুল্লাহ নেন ১ উইকেট। এর আগে মাত্র ১ রানে ফেরেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। এরপর ইমরুল কায়েস ৩৬ ও সৌম্য সরকার ৪০ ও মাহমুদুল্লাহ করেন ৪৩ রান। এছাড়া মুশফিকুর রহীম ৪৫ ও মাশরাফি ২১* রান করেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ২৬ ডিসেম্বর। 

No comments

bd24news®. Powered by Blogger.