Header Ads

‘ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে এখন পর্যন্ত ভোটের পরিবেশ সুষ্ঠু আছে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, শেষ পর্যন্ত ভোটের এই পরিবেশ বজায় থাকলে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

যারা এখনো ভোট কেন্দ্রে যাননি তাদেরকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রের বিজয়ের জন্য আপনাদের অংশগ্রহণ জরুরি।

নাসিক নির্বাচন শেষ পর্যন্ত অবাধ, সুষ্ঠু ও নির্বিঘ্ন হবে এবং এর মাধ্যমে দেশের স্থীর গণতন্ত্রের চাকা আবার ঘুরবে মন্তব্য করে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা করা পর্যন্ত সকল স্তরে সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

No comments

bd24news®. Powered by Blogger.