Header Ads

সবাই আমাকে পায়ে দড়ি দিয়ে রাখতে চায় : এরশাদ

 নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির চেয়ারম্যান প্রাক্তন রাষ্ট্রপতি এইচ এম এ এরশাদ বলেছেন, কেউ আমার ওপর সুবিচার করেনি। সবাই আমাকে পায়ে দড়ি দিয়ে রাখতে রাখতে চায়। এই দড়ি ছিড়ে ফেলতে হবে। তিনি বলেন, এক মাসে আগে আমার বিরুদ্ধে আবার নতুন মামলা চালু হয়েছে। প্রতিটি সময় আমার শঙ্কায় কাটে। আসলে সবাই চায় এরশাদকে পায়ে দড়ি দিয়ে রাখতে হবে। এ দড়ি ছিড়ে ফেলতে হবে।’

আজ বুধবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।আগামী ১ জানুয়ারি মহাসমাবেশ উপলক্ষে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ এ প্রতিনিধি সভার আয়োজন করেন।

জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে আলোচনা সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম,এম ফয়সাল চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন।

এরশাদ বলেন,২৬ বছর আগে ক্ষমতা ছেড়েছি।যেদিন থেকে ক্ষমতা ছেড়েছি সেদিন থেকেই দু:খের সাগরে ভাসছি।কোন কুল-কিনারা পায়নি। এই দু:খের দিনের অবসান ঘটাতে হবে।

এরশাদ বলেন, একটি শক্তিশালী জাতীয় পার্টিই আমাকে দু:খের সাগর থেকে মুক্তি দিতে পারে।কারণ দূবর্লের সঙ্গে কেউ হাত মিলায় না।

তিনি বলেন, ১ জানুয়ারি মহাসমাবেশে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটিয়ে প্রমাণ করতে হবে জাতীয় পার্টি ফেলনা নয়।শক্তিশালী রাজনৈতিক দল।bd24news

No comments

bd24news®. Powered by Blogger.