Header Ads

শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপে উত্তেজনা : অস্ত্র বোমা ও গুলি উদ্ধার, হল বন্ধ


শাবি সংবাদদাতা:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মঙ্গলবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও বোমাবাজির পর বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল ১০ দিনের জন‌্য বন্ধ এবং ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার দিবাগত রাতে পুলিশ শাহপরান, বঙ্গবন্ধু ও সৈয়দ মুজতবা আলী হলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, হাতবোমা ও গুলি উদ্ধার করলে হল বন্ধের এই ঘোষণা দেয় কতৃপক্ষ। ইতিমধ্যেই শিক্ষার্থীরা হল ছেড়ে নিরাপদ স্থানে চলে যেতে শুরু করেছে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সব ধরণের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য ও আবাসিক হলসমূহ জানুয়ারীর ১ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া ক্যাম্পাসে মিছিল, সমাবেশ ও স্লোগানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় নোটিশে।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী ও সহসভাপতি আবু সাইদ, অঞ্জন রায় ও যুগ্ম সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় গুলি ও অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হলে পুরো বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার জের ধরে রাতে ইমরান খানের গ্রুপকে হল থেকে বের করে দেয় সাইদ-অঞ্জন-সবুজের সমর্থকরা। তবে মধ্যরাতে ইমরান গ্রুপ আবারও হলে উঠলে পরিস্থিতি থমথমে হয়ে উঠে।bd24news

No comments

bd24news®. Powered by Blogger.