হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহির মর্মান্তিক মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি: জেলার হাতীবান্ধা উপজেলায় মোটরসাইকেল যোগে রেললাইন ক্রসিংয়ের সময় ট্রেনের ধাক্কায় বকুল মিয়া (৩৫) নামের একজনের মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়।
নিহত বকুল মিয়া কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারের মাস্টার পাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে। সে হাতীবান্ধা উপজেলার পুর্ব সিন্দুর্নার (কলেজ পাড়ার) মৃত্যু মুক্তিযোদ্ধা আজগার আলীর জামাই বলে জানা গেছে।
শুক্রবার জুমার নামাজ শেষে দুপুর ২টার দিকে উপজেলার পাওয়ার বিদ্যুৎ সাব সেন্টারের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
সরেজমিনে ঘটনাস্থলের বিভিন্ন জনের সাথে কথা বলে জানা যায়, নিহত বকুল মিয়া একটি পালসার মোটরসাইকেল যোগে শশুর বাড়ীর উদ্দেশ্যে আসছিলেন। বিদ্যুৎ সাব সেন্টারের সামনে রেললাইন ক্রসিং করার সময়, রেললাইনে তার মোটরসাইকেলটি ফেসে যায়। ঠিক সেই মহুর্তে লালমনিরহাট হতে বুড়িমারী গামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা মেরে ছিটকে ফেলে দেয়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয় এবং মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
No comments