Header Ads

জরিপ: ট্রাম্পের চেয়ে সিএনএনে আস্থা বেশি

আমেরিকার জনগণ তাঁদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম সিএনএন, ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমসের বক্তব্যকে বেশি বিশ্বাস করে। ‘সার্ভে মানকি’ নামের একটি প্রতিষ্ঠানের চালানো জরিপে এমন তথ্য উঠে এসেছে। সংবাদভিত্তিক ওয়েবসাইট এক্সিওস গতকাল মঙ্গলবার এই খবর প্রকাশ করেছে।
গত ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনলাইনে এ জরিপ চালানো হয়। মোট ৪ হাজার ৯৬৫ জন প্রাপ্তবয়স্ক আমেরিকান এতে মতামত দেন।
জরিপে দেখা গেছে, প্রাপ্তবয়স্কদের সমর্থন ট্রাম্পের চেয়ে টেলিভিশন চ্যানেল সিএনএনের পক্ষে ৭ পয়েন্ট বেশি। আর দলনিরপেক্ষদের বিশ্বাসযোগ্যতা সিএনএনের অনুকূলে ট্রাম্পের চেয়ে ১৫ পয়েন্ট বেশি।
ট্রাম্প, ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস—এদের মধ্যে কাকে বেশি বিশ্বাস করেন? এমন প্রশ্নের উত্তরে প্রাপ্তবয়স্কদের সবাই সংবাদপত্র দুটির অনুকূলে মত প্রকাশ করেন এবং সংবাদপত্র ৯ পয়েন্টে বিজয়ী হয়।
অন্যদিকে এবিসি, সিবিএ, এনবিসিকে আরও বেশি বিশ্বাসযোগ্য বলে মনে করা হয়েছে। এসব সংবাদমাধ্যম টাম্পের তুলনায় ১১ পয়েন্টে এগিয়ে আছে।
জরিপে দেখা যাচ্ছে, গণমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের চলমান যুদ্ধের মধ্যে জনমত দলীয় রাজনীতি ও আদর্শকেন্দ্রিকভাবে দ্বিধাবিভক্ত। ৮৯ শতাংশ রিপাবলিকান–সমর্থক আমেরিকান মনে করেন, সিএনএনের চেয়ে ট্রাম্প বেশি বিশ্বাসযোগ্য। অন্যদিকে ডেমোক্র্যাটরা এর বিপরীত মেরুতে রয়েছেন। ৯১ শতাংশ ডেমোক্র্যাটদের মতে, ট্রাম্পের চেয়ে সিএনএন বেশি বিশ্বাসযোগ্য।
২ জুন প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে সম্পাদনা করা মল্লযুদ্ধের একটি ভিডিওচিত্র প্রকাশ করেন। এতে তাঁকে এক ব্যক্তিকে পেটাতে দেখা যায়। ওই ব্যক্তির চেহারায় সিএনএনের লোগো লাগিয়ে দেওয়া হয়। ভিডিও দেখে মনে হবে যেন ট্রাম্প সিএনএনকেই পেটাচ্ছেন। এরপরই সমালোচনা হতে থাকে, ট্রাম্প গণমাধ্যমের বিরুদ্ধে সহিংসতাকে উসকিয়ে দিচ্ছেন কি না।

No comments

bd24news®. Powered by Blogger.