Header Ads

উদ্ধার হলো আইসিটি বিভাগের সাইট

ভারতীয় হ্যাকারদের হামলায় আজ শনিবার বেলা তিনটার দিক থেকে বন্ধ হয়ে যায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইট। তবে বিকেল পৌনে পাঁচটার দিকে আবার তা চালু হয়েছে। সাইটটি হ্যাক হয়েছিল বলে নিশ্চিত করেন আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের।
আইসিটি বিভাগ সূত্র জানায়, আজ বেলা তিনটার দিকে সাইট হ্যাক হওয়ার বিষয়টি টের পায় কর্তৃপক্ষ। প্রাথমিক অনুসন্ধানে ভারতীয় হ্যাকাররা আইসিটি বিভাগের ওয়েবসাইট হ্যাক করেছে বলে জানা যায়। সাইটটি দ্রুত ঠিক করতে ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ।
এর আগে বিকেল চারটা পর্যন্ত (http://www.ictd.gov.bd/) সাইটটিতে ঢোকা যায়নি। কিন্তু শুরুতে সাইটটি হ্যাক করে তাতে ইংরেজিতে লেখা হয়েছিল, ‘হ্যাকড বাই রাহু/ডিড ইট ফর ইন্ডিয়া/ইওর ওয়েবসাইট ইজ ওনড বাই আস।’
আইসিটি বিভাগ বলছে, বাংলাদেশের ও ভারতের কিছু হ্যাকার পাল্টাপাল্টি কিছু ওয়েবসাইটে হ্যাকিংয়ের চেষ্টা করেছে। ভারতীয় হ্যাকাররা বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাইটে হামলা করেছিল। দ্রুত সাইটটি ঠিক করে তা সচল করা হয়েছে।

No comments

bd24news®. Powered by Blogger.