Header Ads

সাতক্ষীরায় ছেলের হাতে বাবা খুন

সাতক্ষীরায় ছেলের লাঠির আঘাতে বাবা খুন হয়েছেন। আজ রবিবার ভোরে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
  
নিহত বাবা আকবর আলি (৬০) একজন কাঠমিস্ত্রি। তার ছেলে আবদুস সালামও একই পেশায় নিয়োজিত। 
 
স্থানীয়রা জানান, বাবা ও ছেলের মধ্যে টাকা লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে শনিবার রাতে তারাবি নামাজ শেষে ঝগড়া হয়। বাবা তার ছেলের কাছে পাওনা টাকা চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলে সালাম তার বাবা আকবরের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে বাড়িতে রেখে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। এরপর আজ ভোরে বাবা আকবর আলি মারা যান।
 
সদর থানার ওসি মারুফ আহমেদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ছেলে পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানান।

No comments

bd24news®. Powered by Blogger.