Header Ads

রাজশাহীতে ‘জঙ্গি আস্তানায়’ অভিযান, শিশুসহ আটক ১২

রাজশাহীর তানোরে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃংখলা বাহিনী। রবিবার গভীর রাতে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের ডাঙাপাড়া গ্রামের ওই বাড়িটিতে অভিযান চালায় পুলিশ। 
 
এসময় অস্ত্র ও বিস্ফোরকসহ আটক করা হয় সন্দেহভাজন তিন জঙ্গিকে। নারী ও শিশুসহ পরিবারের আরো ৯ জনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
 
আজ সোমবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত বাড়িটি ঘিরে রাখা হয়েছে। আটক করা ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ বলছে, ওই বাড়িতে দুটি সুইসাইডাল ভেস্ট ও অস্ত্র রয়েছে। ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল এলে এগুলোর সন্ধানে অভিযান চালানো হবে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী।

No comments

bd24news®. Powered by Blogger.