Header Ads

হেফাজতের দাবি মেনে ভাস্কর্য সরানো আত্মঘাতী :ইনু

সরকারের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নেতৃবৃন্দ বলেছেন, হেফাজতের দাবি মেনে নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের ভাস্কর্যটি সরানো দেশের জন্য আত্মঘাতী।
পার্টির সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ শনিবার এক বিবৃতিতে একথা বলেন।
জাসদ নেতৃবৃন্দ বলেন, হেফাজতের ভাস্কর্য সরানোর দাবির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ভাস্কর্য আর মুর্তি পূজা এক নয়।

তারা বলেন, হেফাজত ভাস্কর্য স্থাপনাকে ইসলাম বিরোধী হিসেবে চিহ্নিত করে পুরাতন বস্তাপচা সাম্প্রদায়িক রাজনীতির বিস্তার ঘটাতে চাচ্ছে।
তারা বলেন, হেফাজতের মতো ধর্মভিত্তিক রাজনৈতিক গোষ্ঠী বাংলা ভাষা, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মানবাধিকার, নারী অধিকার, নারী নেতৃত্বের বিরোধিতা করছে। হেফাজতি তেতুল হুজুর গোষ্ঠী ধর্মের হেফাজত করছে না, পাকিস্তানপন্থী স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতির হেফাজত করছে।
এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আগামীকাল সকাল ১১টায় প্রেস ক্লাবের সামনে জাসদের মানববন্ধন করবে। কর্মসূচিতে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

No comments

bd24news®. Powered by Blogger.