Header Ads

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে মানববন্ধণ

উচ্চশিক্ষার মান বাড়াতে রাজধানীর সাতটি সরকারি কলেজ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত করা হয়েছিল। কিন্তু তা এখনও বাস্তবায়ন করা হয়নি। অধিভুক্ত হওয়া এ সাতটি কলেজের শিক্ষার্থীরা চার দফা দাবিতে মানববন্ধন করেছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের চার দফা হল:
দফা এক: দ্রুত স্নাতক (সম্মান) ব্যবাহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহন ও ফলাফল প্রকাশ।
দফা দুই: দ্রুত ২০১৩-১৪ মার্স্টাস শেষ পর্বের পরীক্ষার ব্যবস্থা গ্রহণ।
দফা তিন: অধিভুক্ত কলেজ সমূহের জন্য দ্রুত সিলেবাস প্রণয়ন ও নীতিমালা গ্রহণ।
দফা চার: অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন তথ্য সম্বলিত একটি নিজস্ব তথ্যভান্ডার তথা ওয়েব পেজ খোলা হোক।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, মাননীয় ভিসি স্যার আপনি একবারও কি চিন্তা করেছেন ৭ কলেজের ২ লক্ষ শিক্ষার্থীর জীবন নিয়ে? আজ হাজার হাজার শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় এটেন্ড করতে পারছে না। ভাইবার জন্য হাজার হাজার শিক্ষার্থী চাকরি নিতে পারছেনা। মাস্টার্স পরীক্ষার জন্য হাজার হাজার শিক্ষার্থী রেজাল্ট পাচ্ছে না।
তাই আগামী মে মাসের ৬ তারিখের মধ্যে ৪ দফা দাবিসহ এসকল সমস্যার সমাধান না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।
এসময় দাবি উত্থাপন করেন, শাহিন আলম (ঢাকা কলেজ), রাকিবুল ইসলাম মুহিব, (তিতুমীর কলেজ), আবু হানিফ (সরকারি কবি নজরুল কলেজ), আশানুর রহমান (সরকারি কবি নজরুল কলেজ), ইসরাত মিম (ইডেন মহিলা কলেজ), নাদিয়া (ইডেন মহিলা কলেজ) ও প্রকাশ সাহা (বাংলা কলেজ)। তাদের দাবির সাথে একমত পোষণ করেন সাংবাদিক মনিরুল ইসলাম (সরকারি কবি নজরুল কলেজ)।

No comments

bd24news®. Powered by Blogger.