Header Ads

সবার আস্থা অর্জনে নিরপেক্ষভাবে কাজ করবো : সিইসি


বিএনপিসহ সব রাজনৈতিক দলের আস্থা অর্জনের লক্ষ্যে নিরপেক্ষভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আজ বুধবার নির্বাচন কমিশন ভবনের নিচতলার লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অঙ্গীকারের কথা জানান।
কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতার কথা উড়িয়ে ‍দিয়ে সিইসি বলেন, শপথ নেয়ার পর কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতার সুযোগ নেই। এখন সব দলকে আস্থায় আনার জন্য কাজ করে যাবো।
এর আগে বুধবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সহ পাঁচ নির্বাচন কমিশনারকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
গত ৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে সাবেক সচিব কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

No comments

bd24news®. Powered by Blogger.