Header Ads

ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ, আটক ২১৭

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের সময় ওয়াশিংটনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ দমন করার সময় অন্তত ছয় পুলিশ অফিসার আহত হয়েছেন। এছাড়া আটক করা হয়েছে অন্তত ২১৭ বিক্ষোভকারীকে।
দুই পুলিশ অফিসার এবং অপর এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের জন্য যখন সবকিছু চূড়ান্ত, তখন ওয়াশিংটনের রাস্তায় দেখা গেছে এক বিরাট ট্রাম্পবিরোধী বিক্ষোভ মিছিল।
বিক্ষোভকারীদের মুখ ঢাকা ছিল মুখোশ এবং স্কার্ফে। তারা ট্রাম্পবিরোধী শ্লোগান দিতে দিতে যাওয়ার সময় রাস্তায় গাড়ী এবং দোকানের জানালা ভাংচুর করে।
অনেককে হুইসেল বাজাতে দেখা যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে।
বিশ্বের আরও অনেক শহরেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে।

বিশ্বজুড়ে বিক্ষোভ
প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ গ্রহণের দিনটিতে বিশ্বের বিভিন্ন দেশে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে।
তবে রাশিয়া ছিল ব্যতিক্রম। সেখানে দ্বিতীয় দিনের জন্য আনন্দ উৎসব করেছেন তার একদল সমর্থক। তাদের আশা ট্রাম্পের শাসনামলে রুশ-মার্কিন সম্পর্কের উন্নতি ঘটবে।
লন্ডনে টাওয়ার ব্রিজের ওপর ট্রাম্প বিরোধী বিক্ষোভকারীরা একটি ব্যানার ঝুলিয়ে দেয় যাতে লেখা ছিল, "বিল্ড ব্রিজেস, নট ওয়ালস।" অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্ত দেয়াল তুলে বন্ধ করে দেবেন বলে যে হুমকি দিয়েছিলেন তার প্রতি ইঙ্গিত করে এতে বলা হচ্ছে, দেয়াল তৈরি না করে সেতু নির্মাণ করুন।
বিক্ষোভকারীরা ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বের জন্য এক বিরাট হুমকি বলে বর্ণনা করেন।
ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে অস্ট্রেলিয়াতেও।

No comments

bd24news®. Powered by Blogger.