রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখতে চায় বিএনপি : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি সম্প্রতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করেছেন। সবার নিকট গ্রহণযোগ্য একটি শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করবেন এমন প্রত্যাশা শুধু বিএনপির নয়, এদেশের প্রতিটি নাগরিকের।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপিসহ দেশবাসী রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখতে চায়, কিন্তু তিনি যদি আওয়ামী লীগের নেতাদের বক্তব্যে প্রভাবিত হয়ে দলীয় লোকদের দিয়ে সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন করেন তাহলে তা জনগণ মানবে না।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ প্রধান থেকে শুরু করে তাদের সাধারণ সম্পাদক ও শীর্ষস্থানীয় নেতারা যেভাবে ধমকের সুরে কথাবার্তা বলছেন তাতে রাষ্ট্রপতি ইসি গঠনে শেষ পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা রাখতে সক্ষম হবেন কিনা সে বিষয়ে সন্দেহে তৈরি হওয়া অস্বাভাবিক নয়
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করলেও ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের সাম্প্রতিক বক্তব্যে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে আশার বদলে নিরাশা উঁকি দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
রিজভী বলেন, বেশিদিন জোর করে ক্ষমতায় টিকে থাকাটা একটি অগণতান্ত্রিক শাসককে আরো বেশি স্বার্থপর, জেদি ও অহঙ্কারী করে তোলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে সেটিরই প্রতিফলন ঘটেছে। আমরা আবারো আহ্বান জানাচ্ছি-দেশের শান্তি, স্থিতিশীলতা ও নাগরিক অধিকারের জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই, তাই অবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে সব দলের সঙ্গে সংলাপ অতীব জরুরি।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপিসহ দেশবাসী রাষ্ট্রপতির প্রতি আস্থা রাখতে চায়, কিন্তু তিনি যদি আওয়ামী লীগের নেতাদের বক্তব্যে প্রভাবিত হয়ে দলীয় লোকদের দিয়ে সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন করেন তাহলে তা জনগণ মানবে না।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ প্রধান থেকে শুরু করে তাদের সাধারণ সম্পাদক ও শীর্ষস্থানীয় নেতারা যেভাবে ধমকের সুরে কথাবার্তা বলছেন তাতে রাষ্ট্রপতি ইসি গঠনে শেষ পর্যন্ত নিরপেক্ষ ভূমিকা রাখতে সক্ষম হবেন কিনা সে বিষয়ে সন্দেহে তৈরি হওয়া অস্বাভাবিক নয়
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষ করলেও ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের সাম্প্রতিক বক্তব্যে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে আশার বদলে নিরাশা উঁকি দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
রিজভী বলেন, বেশিদিন জোর করে ক্ষমতায় টিকে থাকাটা একটি অগণতান্ত্রিক শাসককে আরো বেশি স্বার্থপর, জেদি ও অহঙ্কারী করে তোলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে সেটিরই প্রতিফলন ঘটেছে। আমরা আবারো আহ্বান জানাচ্ছি-দেশের শান্তি, স্থিতিশীলতা ও নাগরিক অধিকারের জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই, তাই অবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচনের প্রশ্নে সব দলের সঙ্গে সংলাপ অতীব জরুরি।
No comments