Header Ads

ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ

আবারও ভূমিকম্পে কেপে উঠল বাংলাদেশ। রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টা ১০ মিনিটে ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, সিরাজগঞ্জসহ কয়েকটি জেলায় ভূকম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। উৎপত্তিস্থল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার লনতারাইয়ের দক্ষিণ মাছমারা এলাকায় বলে জানিয়েছে বাংলাদেশের আবহওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে কুমিল্লা, ফেনীসহ আশপাশের জেলা।  অন্তত তিনবার ভূমিকম্প প্রচণ্ড ঝাকুনি দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। সারা দেশ থেকে আমাদের প্রতিনিধিরা জানাচ্ছেন, দেশের মোটামোটি সবখানে ভূমিকম্প আঘাত হেনেছে।

এসময় অফিস বাসা বাড়ি থেকে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ। 

No comments

bd24news®. Powered by Blogger.