Header Ads

মানুষের আস্থা ও ভালোবাসায় এই জয় : আইভী

নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে নিজের বিজয়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করেছেন নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী।
গতকাল রাতে সাংবাদিকদের কাছে দেয়া প্রতিক্রিয়ায় সেলিনা হায়াৎ বলেন, অগণিত মানুষের আস্থা ও ভালোবাসার কারণে এই বিজয় সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী যে আস্থা রেখে নারায়ণগঞ্জবাসীকে নৌকা উপহার দিয়েছেন, সেই নৌকার মান নারায়ণগঞ্জবাসী রেখেছেন বলে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আইভী বলেন, একদম তৃণমূল নেতাকর্মী থেকে সবাই আমার জন্য কাজ করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, দলমত-নির্বিশেষে সব স্তরের মানুষের প্রতি। সব দল ও ধর্মের মানুষ আমার জন্য কাজ করেছে এবং এ বিজয় এনে দিয়েছে।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীন ভোটের পর সন্ধ্যা ৬টার পর থেকেই বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল যেতে শুরু করে আইভীর ক্যাম্পে। তখন সেখানে থাকা লোকজন ও দলের নেতাকর্মীদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়তে থাকে।
রাত সোয়া ১০টার দিকে বাসার তৃতীয় তলা থেকে নিচে নেমে এলে অগণিত নেতাকর্মী সমর্থক তাকে ফুলের মালা দিয়ে ও পাপড়ি ছিটিয়ে বরণ করে নেন। এ ছাড়া দেওভোগে আইভীর বাসভবন, শহরের ২নং রেলগেট ও নারায়ণগঞ্জ কাবের সামনে নেতাকর্মীরা উল্লাস করেন।
আবেগ আপ্লুত আইভী ওই সময়ে বলেন, এ জয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার উদ্দেশ্যে উৎসর্গ করছি। আমাকে সবাই দলমতের ঊর্ধ্বে উঠে যেমন ভোট দিয়ে নির্বাচিত করেছেন তেমন আমিও শুধু আওয়ামী লীগ নয়, সকল দলের নেতাকর্মীদের নিয়ে আমার অসমাপ্ত কাজগুলো আগামী ৫ বছরের মধ্যে সমাপ্ত করতে চাই। এ জন্য আমি আওয়ামীলীগের নেতাকর্মীসহ নগরবাসীকেও পাশে চাই।
এ ছাড়া আজ সকালে সাখাওয়াত হোসেনের বাসায় আইভী নাশতা খেতে যাবেন বলেও গণমাধ্যমকে জানান। প্রসঙ্গত এর আগে আইভী একাধিক আলোচনায় বলেছিলেন তিনি জয়ী হলে পরদিন সাখাওয়াতের বাসায় গিয়ে নাশতা করবেন।

No comments

bd24news®. Powered by Blogger.