Header Ads

কিশোরগঞ্জে অালু বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিকের মর্মন্তিক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার আঞ্চলিক সড়কে অালু বোঝাই ট্রাক উল্টে আব্দুর রশিদ (২৭) ও জামিয়ার রহমান (২৬) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকার পুকুরপাড়ে এই মর্মন্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শ্রমিকরা হলেন- উপজেলার নিতাই ইউনিয়নের কবিরাজপাড়া গ্রামে কালা মাহমুদের ছেলে জামিয়ার রহমান (২৬) ও একই গ্রামের সামছুল হক গাঠুর ছেলে আব্দুর রশিদ (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি বস্তা ভর্তি আলু লোড করে যাওয়ার পর ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরঘাটের এলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ট্রাক ( খুলনা মেট্রো-ট-১১-১৩৬২) পুকুরে উল্টে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়। কিশোরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ বজলুর রশিদ বিষয়টি নিশ্চত করেছেন।

No comments

bd24news®. Powered by Blogger.