Header Ads

দিনাজপুরে স্কুলের প্রহরী খুন

দিনাজপুরে স্কুলের নৈশপ্রহরী খুন হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে তাঁকে পেটে ছুরিকাঘাতে হত্যা করা হয়ে। তার নাম শিবু সরেন (৪৮)। তিনি সদর উপজেলার কসবা আউলিয়াপুরে লুথারন মিশন স্কুলে নৈশপ্রহরী হিসেবে গতকালই যোগ দেন।

এলাকাবাসীর ধারণা চুরি করতে আসা চোরকে শিবু দেখে ফেলেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে চোর তাঁকে ছুরি মেরে পালিয়ে যায়। শিবুর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সোয়া একটার দিকে শিবু মারা যান।

কো​তোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিমের ভাষ্য, এর আগেও ওই স্কুলে এরকম ঘটনা ঘটেছে।

No comments

bd24news®. Powered by Blogger.